| আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকা অবসর নিয়ে শাহিদ আফ্রিদি জানিয়ে দিলেন, তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে এই পদক্ষেপ নিয়েছেন। পাশাপাশি আবার এটাও জানিয়ে রেখেছেন যে, পাক বোর্ডের প্রশাসন বদলালে তিনি অবসর ভাঙার কথা ভেবে দেখবেন। বোর্ডকর্তাদের সম্পর্কে কটুক্তি করায় এ দিনই আফ্রিদিকে শো-কজ করা হল। বোর্ডের সঙ্গে তাঁর সেন্ট্রাল কন্ট্র্যাক্টও বাতিল হয়ে গিয়েছে। সোমবার রাতে লন্ডন থেকে অবসর ঘোষণা করে আফ্রিদি জানিয়েছিলেন, বোর্ডের কাছ থেকে প্রাপ্য সম্মান তিনি পাচ্ছেন না। “ঘরোয়া এবং লিগ ক্রিকেট খেলে যাব। কিন্তু যত দিন এই বোর্ড ক্ষমতায় রয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট খেলব না। এর পরে অন্য প্রশাসকরা এলে তাঁরা চাইলে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ভাবব,” বলেছেন আফ্রিদি। সঙ্গে যোগ করেছেন, “আমাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার কোনও কারণ দেখানো হয়নি। এমনকী আমার বক্তব্য শোনারও প্রয়োজন মনে করা হয়নি। এই বোর্ডের জন্য খেলে আমি সময় নষ্ট করতে চাই না।” | ||
| ||
| আগেও জানতে পারতাম না আমিই অধিনায়ক কি না।” এ দিকে, জাতীয় কোচ ওয়াকার ইউনিসের সঙ্গে আফ্রিদির মতবিরোধ খতিয়ে দেখতে চায় পাক বোর্ড। |
Kerala में Coronavirus से ठीक होने वाले British नागरिक ने indian medical
facility को शानदार बताया
-
Kerala में Coronavirus से ठीक होने वाले British नागरिक ने indian medical
facility को शानदार बताया
www.dgevent.in/dj indian hospital total number of hos...
8 hours ago

No comments:
Post a Comment